
দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন বা ওষুধ রেমডিসিভির বাজারে নিয়ে এলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশই সর্বপ্রথম ওষুধটি বাজারে আনলো।
প্রতি শিশি রেমডিসিভির বিক্রয় মূল্য ধরা হয়েছে ৬ হাজার টাকা। তবে সরকারি হাসপাতালগুলোকে বিনামূল্যে এই ওষুধ সরবরাহ করা হবে। বেসরকারি হাসপাতালসহ বাকি সবার এটি কিনে নিতে হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) রাব্বুর রেজা।
তিনি বলেন, গুরুতর অসুস্থ একজন করোনা রোগীর চিকিৎসায় কমপক্ষে ছয় শিশি রেমডিসিভির লাগবে। বেক্সিমকো ওষুধটি রেমডিসিভির ব্র্যান্ড নামেই বিক্রি করবে। ইতোমধ্যে অন্যান্য দেশ থেকেও ওষুধটি সরবরাহের অনুরোধ পাচ্ছি।
কিন্তু ওষুধটি চিরাচরিত উপায়ে বিতরণ বা সরবরাহ করা হবে না জানিয়ে তিনি বলেন, কোনো দেশ ওষুধটি নিতে আগ্রহী হলে, তাদের কাছে আমরা এটি রপ্তানি করবো।
উল্লেখ্য, রেমডিসিভির উৎপাদনে অংশীদার খুঁজতে গিলিয়েডকে সহায়তা করছে জাতিসংঘ সমর্থিত মেডিসিন পেটেন্ট পুল প্রতিষ্ঠান। ওষুধটি উৎপাদনে অংশীদার হতে তারাই বেক্সিমকোর সঙ্গে যোগাযোগ করে। বিশ্বের মোট পাঁচটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি-ফ্রি রেমডিসিভির তৈরির অনুমোদন দেয় গিলিয়েড।
দেশগুলোর মধ্যে প্রথম সংস্থা হিসেবে গিলিয়ড সায়েন্সেসের জেনেরিক সংস্করণটি বাজারে নিয়ে এলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।