বিজ্ঞান গবেষণায় নারী শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে আগামীকাল

আগামীকাল ২৫ জুলাই ২০২০ তারিখ ডিএনএ-র গঠন আবিস্কারের পথিকৃৎ রোজালিন্ড ফ্রাংকলিনের ১০০তম জন্মদিন। তাঁর জন্মশতবার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। এ উপলক্ষে একটি অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়েছে।শুধুমাত্র নারী শিক্ষার্থীদের নিয়ে এই আলোচনায় অংশগ্রহণ করবেন বিজ্ঞান গবেষণায় প্রতিষ্ঠিত দুইজন নারী গবেষক। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ও অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের অনুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহা।

“বিজ্ঞান গবেষণায় নারী” শীর্ষক আলোচনাটি অনলাইনে অনুষ্ঠিত হবে আগামীকাল রাত আটটায়। অনুষ্ঠানটি বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির ফেসবুক পেইজfb.com/SPSBZone থেকে দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করা হবে। আলোচনায় অংশ নিতে ও জুম লিংক পেতে পূর্বে নিবন্ধন করে নিতে হবে। নিবন্ধন ও বিস্তারিতজানতেদেখুন: spsb.org/rf100

রোজালিন্ড ফ্রাংকলিন ছিলেন একজন ব্রিটিশ ভৌত রসায়নবিদ। তিনি  ডিএনএ এর ঘনত্ব বের করেন। তাঁর নিজের উদ্ভাবিত একটি উপায়ে ডিএনএ এর আকার বের করেন। তিনি ডিএনএ-কে কুণ্ডলাকার হিসেবে আবিষ্কার করেন।এছাড়াডিএনএ নিয়ে তিনি আরো গবেষণা করেছেন। তাঁর এই উদ্ভাবিত তথ্য ব্যবহার করেই আজকের এই আধুনিক ডিএনএ মডেল তৈরি হয়েছে। অথচ এর স্বীকৃতি পূর্ণভাবে তিনি পাননি। ক্ষণজন্মা এই নারী বিজ্ঞানী মাত্র ৩৮ বছর বয়সে মারা যান ১৯৫৮ সালে। তাঁর মৃত্যুর চার বছর পরে ওয়াটসন এবং ক্রিক মডেলেরর জন্য তিনজন বিজ্ঞানীকে নোবেল পুরষ্কার দেওয়া হয়। রোজালিন্ড ফ্রাংকলিন সেই সুযোগ থেকে বঞ্চিত থেকে যান।

মাত্র ৩৮ বছরের জীবনযাত্রায় তিনি আরো অনেকগুলো বিষয়ে পেপার প্রকাশ করেছেন। প্রতিকূল অনেক পরিস্থিতি কাটিয়ে চালিয়ে গিয়েছেন গবেষণা। নারীদের বিজ্ঞান চর্চার অনুপ্রেরণা হিসাবে তার নাম অবশ্যই প্রথম সারিতে থাকবে।

আমাদের দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারীদের বিজ্ঞান চর্চাকে বেগবান করতেই তার জন্মবার্ষিকীতে এই আয়োজন। ড. জেবা ইসলাম সেরাজ ও ড. সেঁজুতি সাহা তাঁদের গবেষণার পথচলা নিয়ে বলবেন। নিজেদের উদ্ভাবন ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের গবেষণার সম্ভাবনা তুলে ধরবেন। নারী শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণায় অংশগ্রহণে উৎসাহিত করবেন।আয়োজনটিতে অংশগ্রহণ করবে প্রায় ৫শতাধিক নারী বিজ্ঞান শিক্ষার্থী।

উল্লেখ্য,বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি বছরব্যাপী বাংলাদেশে বিজ্ঞান চর্চাকে অনুপ্রাণিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে যার মধ্যে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস, জাতীয় জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড উল্লেখযোগ্য।