
স্থানীয় পর্যায়ে হ্যান্ড স্যানিটাইজর তৈরি করে বিনামূল্যে বিতরন করেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তরুন স্বেচ্ছাসেবীরা।
সারা বিশ্বে করোনা ভাইরাস নিয়ে এক জরুরীি পরিস্থিতির সৃষ্টি হয়েছে । ইতোমধ্যে দেশের বাজারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজর এর সংকট দেখা দিয়েছে । দেশের এই জরুরী পরিস্থিতিতে থেমে নেই দেশের তরুন-শিক্ষার্থীরা। ৫২ ভাষা আন্দলন থেকে শুরু করে বরাবরই যেকোনো দুর্যোগে, বিপর্যয়ে নিজেদের জায়গা থেকে সব সময় এগিয়ে এসেছেন শিক্ষার্থীরা, তরুণেরা। এবারও ফেসবুকের হোম পেজে যখন করোনাভাইরাস–সংক্রান্ত নানা ভয়াবহ তথ্য ভেসে উঠছে, তখন আশা জাগিয়েছে তরুনদের কিছু উদ্যোগের ছবি।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ গ্রামের একদল তরুন প্রয় ১০০০ হ্যান্ড স্যানেটাইজার তৈরি করে তা বিনামূল্যে বিতরন করে নিজ এলাকা সহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকাতে।