
দেশ কন্ঠস্বর ডেস্ক: গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১২ হাজার ৩৪৫টি। শনাক্তের হার ১২ দশমিক ১৪। সুস্থ হয়েছেন এক হাজার ৬৫১ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২০ জন পুরুষ, ১০ জন নারী। সকলেরই মৃত্যু হয়েছে হাসপাতালে। দেশে গত ২৪ ঘণ্টায় (আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) আরও এক হাজার ৪৯৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে করোনায় মারা গেছেন ৩০ জন। গতকাল সোমবারের তুলনায় শনাক্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা আজ বেড়েছে।
এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭১ হাজার ৬৩১। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৫। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৮৩৩ জন।
দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গতকাল সোমবার দেশে ১৪৪২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হন। এই সময়ে করোনায় মারা যান ২৭ জন।