কেরানীগঞ্জে করোনা (Second Wave) মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে নভেল করোনাভাইরাস (কোভিড- ১৯) এর দ্বিতীয় ঢেউ (second wave) মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত উপজেলা পর্যায়ে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার (২১শে অক্টোবর) কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, উপজেলা সহকারী কমিশনার দক্ষিন (রাজস্ব) সানজিদা পারভীন তিন্নি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান, উপজেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা কেরানীগঞ্জে যেহেতু করোনা আক্রান্তের সংখ্যা অন্যান্য উপজেলা থেকে সবচেয়ে বেশি ছিল তাই দ্বিতীয় ওয়েভে যেন এ সংক্রমণ আবারো মহামারী পর্যায়ে না ছড়িয়ে পড়ে, সেজন্য করণীয়’ শীর্ষক বিভিন্ন মতামত পেশ করেন।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)