অবশেষে ৩ শর্তে মাহফিলের অনুমতি

অবশেষে ৩ শর্তে মাহফিলের অনুমতি পেলেন মাওলানা মামুনুল হক। আজ বুধবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পুরান বাজার তাফসির মাহফিলে তাকে যোগদানের এ অনুমতি দেয়া হয়েছে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক ইসলামি বক্তা হিসেবে বেশ পরিচিত। সম্প্রতি ভাস্কর্য বা মূর্তিবিরোধী বক্তব্য ও অবস্থানের জন্য তিনি বাধার মুখে পড়ছেন বলে অভিযোগ।

শায়েস্তাগঞ্জের তাফসিরুল কোরআন সম্মেলনের দ্বিতীয় দিনে আজ মামুনুল হককে প্রধান অতিথি করা হয়েছে। এতে স্থানীয় প্রশাসনের দেয়া শর্ত তিনটি হলো- সরকারবিরোধী বক্তব্য না দেয়া, ভাস্কর্য নিয়ে কথা না বলা এবং উস্কানিমূলক বক্তব্য না দেয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব ও মাহফিল পরিচালনা কমিটির সম্পাদক আব্দুল মজিদ। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে গতকাল মঙ্গলবার থেকে তিনদিনব্যাপী মাহফিল শুরু হয়।