সপ্তাহে দুই দিন আদালত খোলা রাখার নির্দেশ

মহামারি করোনাভাইরাসের কারণে চলমান সাধারণ ছুটির মধ্যে বন্ধ রয়েছে দেশের সব আদালত। কিন্তু এখনো পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই। তাই সামগ্রিক দিক বিবেচনায় করোনার প্রাদুর্ভাবের মধ্যেও সপ্তাহে অন্তত দুই দিন সব জেলা ও দায়রা জজ আদালত খোলা রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। সেখানে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতেও সামগ্রিক দিক বিবেচনায় সপ্তাহে অন্তত দুই দিন সব জেলা ও দায়রা জজ আদালত খোলা রাখতে হবে। এক্ষেত্রে কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরি জামিন শুনানির জন্য সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজে অথবা তার নিয়ন্ত্রণাধীন এক বা একাধিক ম্যাজিস্ট্রেট তার সুবিধামতো প্রতি সপ্তাহে যেকোনো দুই দিন সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরি জামিন শুনানির জন্য সীমিত আকারে আদালতের কার্যক্রম পরিচালনা করবেন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হলো।

সাধারণ ছুটি চলাকালীন একটি মামলার জামিন শুনানিতে শুধু একজন আইনজীবী অংশগ্রহণ করবেন। আদালত প্রাঙ্গণে এবং এজলাস কক্ষে সামাজিক দূরত্বের নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করতে হবে। তা সম্ভব না হলে আদালতের কার্যক্রম স্থগিত করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ।

এর আগে ২৪ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ মার্চ থেকে আগামী ২ এপ্রিল পর্যন্ত দেশের সব আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি। পরবর্তীতে সেই ছুটি বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় তৃতীয় দফায় সেই ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়।