
হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
জানা যায়, অসুস্থতা বেশি হলে রোববার সন্ধ্যার পর প্রথমে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাত ৮টার দিকে আইসিইউতে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
তিনি বলেন, শারীরিক দুর্বলতা ও বিভিন্ন শারীরিক জটিলতার কারণে হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও কয়েক দফা অসুস্থ হয়েছেন ১০৩ বছর বয়সী এ আলেম।
এর আগে হেফাজত ইসলামের নেতা ও আল্লামা শাহ আহমদ শফির ছেলে মাওলানা আনাস মাদানী বলেন, গত শুক্রবার তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে হাটহাজারী মাদ্রাসার নিজ কক্ষে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এতদিন সেখানে তাকে অক্সিজেনও দেয়া হয়েছিল। আজ (রোববার) অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে, যোগ করেন মাওলানা আনাস মাদানী।