
অদ্ভুত এক ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার সিঙ্গিয়া কলোনিপাড়া গ্রামের আবদুর রহমানের বাড়িতে। একটি লিচু গাছে থোকায় থোকায় লিচু ধরে আছে, সেই থোকার পাশেই ঝুলছে একটি আম! এমন অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করতে মানুষের ভিড় বাড়ছে আবদুর রহমানের বাড়িতে। ওদিকে বিজ্ঞানীরা বলছেন- এটা অবিশ্বাস্য, উদ্ভিদতত্ত্বে এর কোনো ব্যাখ্যা নেই।
এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ধর্মপ্রাণ অনেক মুসলমান এই ঘটনাকে ‘আল্লাহর কুদরত’ বলে আখ্যা দিচ্ছেন।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক বিধান চন্দ্র হালদার বলেন, ঘটনাটির কথা আমি শুনেছি। উদ্ভিদবিজ্ঞানের কথা যদি বলি তাহলে এটা সম্ভব নয়। আবার ঘটনাটিকে অস্বীকার করারও জো নেই। কারণ আমটি স্পষ্ট দেখা যাচ্ছে।
‘প্রথম কথা হলো, আম এবং লিচু এক পরিবারের উদ্ভিদ নয়। ক্রোমোজম সংখ্যা যদি এক হয় তাহলে কখনো কখনো এমন ঘটনা ঘটে। এক্ষেত্রে সেই তত্ত্বও খাটছে না। তাছাড়া লিচু ও আমের টিস্যু সিস্টেম এক না হওয়ায় এর গ্রাফটিং সম্ভব নয়। মোটকথা, উদ্ভিদবিজ্ঞানে এর কোনো ব্যাখ্যা নেই।’ বলেন অধ্যাপক বিধান চন্দ্র হালদার।
লিচুগাছটির মালিক আবদুর রহমান বলেন, ৫ বছর আগে বাড়ির পাশে এই গাছ আমি নিজ হাতে লাগিয়েছি। ৩ বছর পর লিচু ধরতে শুরু করে। এ বছর গাছটিতে আমের মুকুল দেখে অবাক হয়েছিলাম। তবে পরক্ষণেই ভেবেছি, এটা আমার দেখার ভুল বা অন্য কোনো কিছু। বিষয়টিকে পাত্তা দিতে চাইনি।
‘এরপর কয়েকদিন অতিবাহিত হয়েছে। গত শনিবার আমার নাতি গাছটিতে আম দেখতে পেয়ে আমাকে জানায়। তারপর নিজ চোখে ভালো করে দেখলাম। এই খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়েছে। এখন তো দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন গাছটি দেখতে।’ বলেন আবদুর রহমান।