ধানমন্ডির সীমান্ত স্কয়ার মার্কেটে আগুন

রাজধানীর ধানমণ্ডির জিগাতলায় অবস্থিত সীমান্ত স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, মার্কেটটির তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পাওয়ার ৫-৬ কয়েক মিনিটের মধ্যেই সেখানে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তারা।

সর্বশেষ (রাত ৭টা ৪০ মিনিট) খবর অনুযায়ী, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। কী কারণে কিংবা কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।