টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা

দেশে একদিকে করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে অন্যদিকে অনিশ্চয়তা তৈরি হয়েছে টিকা নিয়ে। গত কয়েকদিন টিকার এই সঙ্কট নিয়ে আলোচনা তুঙ্গে। এর মধ্যেই টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করলো স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাঠানো হয় গণমাধ্যমে। অধিদপ্তরের লাইন ডিরেক্টর এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ শামসুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আগামীকাল (২৬ এপ্রিল) থেকে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে এর কোনো কারণ জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, টিকার সঙ্কটের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন যে পরিমাণ টিকা স্টকে রয়েছে তা দিয়ে শুধু দ্বিতীয় ডোজ সম্পন্ন করা হবে।

এদিকে আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার জানান, মে মাসের শুরুতেই আমরা ২১ লাখ ডোজ করোনার টিকা পাচ্ছি। এর মধ্যে ২০ লাখ ডোজ দেবে সেরাম ইনস্টিটিউট এবং বাকি ১ লাখ ডোজ আসবে কোভ্যাক্স (দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে টিকা পৌঁছাতে জাতিসংঘের প্রকল্প) থেকে।

তিনি আরও বলেন, সেরাম থেকে ২০ লাখ ডোজ টিকা আসার কথা আমাদেরকে নিশ্চিত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আগামী মাসের শুরুতেই তারা এই টিকা পাঠিয়ে দেবে বলে জানানো হয়েছে। সবমিলিয়ে ২১ লাখ ডোজ হাতে পেলে আমাদের এখনকার সঙ্কটটা কেটে যাবে।

ধারণা করা হচ্ছে, নতুন করে টিকা হাতে আসলে তবেই আবার প্রথম ডোজের কর্মসূচি চালু করা হবে।