
চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত অন্তত আরও ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে ১২ পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
শুরুটা হয় কয়লা বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের বিক্ষোভের মাধ্যমে। ঠিকমতো বেতনভাতা না পাওয়ায় তারা সকাল ১০টায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ভাঙচুর শুরু করে কিছু শ্রমিক। এ সময় কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বেধে যায়।
পরিস্থিতি আরো ঘোলাটে হয়, যখন শ্রমিকদের সঙ্গে যোগ দেয় গ্রামবাসী। এতে করে মুহূর্তেই সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ পিছু হটলে বন্ধ হয় উত্তেজনা। তবে সেখানকার পরিস্থিতি এখনো থমথমে বলে জানা গেছে। নিহত ৫ জনের মধ্যে ১ জনের পরিচয় জানা যায়নি। বাকিরা হলেন- শুভ, রাহাত, আহমদ রেজা ও রনি হোসেন।