
রাজধানী ঢাকার কেরানীগঞ্জের সাতটি ইউনিয়ন পরিষদকে রেডজোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে লকডাউন ঘোষণার পর এলাকাগুলোতে পুলিশ ও র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে।
লকডাউনের আওতাভুক্ত ইউনিয়নগুলো হচ্ছে- জিনজিরা, শুভাঢ্যা, আগানগর, শাক্তা, কালিন্দী, কোন্ডা ও রোহিতপুর ইউনিয়ন পরিষদ। এ ছাড়া কলাতিয়া, বাস্তা ও তারানগর ইউনিয়নকে ইয়োলো জোন এবং হযরতপুর ও তেঘুরিয়া ইউনিয়নকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকেই রেড জোন এলাকায় লকডাউন কার্যকর করতে মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে। এ কাজ করছেন সেনা সদস্যরা। এ ছাড়া বাবুবাজার সেতু ও পোস্তগোলা সেতুতে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, আগামী ৩০ জুন পর্যন্ত পুরো কেরানীগঞ্জে সাধারণ ছুটি থাকবে। আর রেড জোন এলাকাগুলো লকডাউন থাকবে। এসব এলাকায় থাকা বাসিন্দাদের চাহিদা অনুযায়ী সব ধরনের সহায়তা দিতে ইতোমধ্যে ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে।
পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনা সদস্যরা রেড জোন এলাকায় নিয়মিত কাজ করে যাচ্ছেন বলে জানান এই কর্মকর্তা।
এদিকে কেরানীগঞ্জে কোভিড-১৯ রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। গত একদিনের ব্যবধানে সেখানে আরো ৩৪ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৮৪ জন। এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১ জন এবং সুস্থ হয়েছেন ২৯৫ জন।