
সারাদেশে আজ করোনা আক্রান্তের সংখ্যা ৩১৮৭ জন তার ধারাবাহিকতায় কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়েছে। আজ উপজেলা স্বাস্থ্য কর্মী ও আদ্ব দীন হাসপাতালের কর্মী সহ করোনা আক্রান্তের সংখ্যা ৩২ জন। এনিয়ে কেরানীগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৯ জনে। আক্রান্তদের মধ্যে আট জন নারী ও বাকি সবাই পুরুষ।
আজ রাত ১০:৪৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে শুভাঢ্যা ইউনিয়নের একজন নারী তার বয়স ৫৫ বছর ও একজন পুরুষ তার বয়স ৬২ বছর।
কোন্ডা ইউনিয়নের কাউতালে একজন পুরুষ, উত্তর পানগাও একজন পুরুষ,৩নং ওয়ার্ডে একজন নারী, আদ্ব দীন হাসপাতালের একজন নারী ও পাঁচ জন পুরুষ সহ মোট ১০ জন।
শাক্তা ইউনিয়নে একজন নারী তার বয়স ৪৫ বছর ও আটি বাজার দুই জন পুরুষ তাদের একজনের বয়স ৩৩ ও অপর জনের ৩৫ বছর। জিঞ্জিরা ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৩৫ বছর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার জন মহিলা কর্মী।
কেরানীগঞ্জে সার্কেল অফিসের একজন পুরুষ কর্মকর্তা তার বয়স ৪৮ বছর। কলাতিয়া ইউনিয়নে তিন জন পুরুষ। তেঘরিয়া ইউনিয়নে সাত জন পুরুষ।
এছাড়া ৪০ বছর বয়সী একজন পুরুষ তার ফরম পুরনের সময় ঠিকানা উল্লেখ করেনি।
উল্লেখ্য কেরানীগঞ্জে গত ৫ই এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয় এবং ১১ই জুন তা ৬০০ ঘর অতিক্রম করে। এখন পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২১ জন, সুস্থ হয়ে উঠছেন ১৭৫ ও মোট পরিক্ষা করা হয়েছে ১৮০০ জনের কাছাকাছি।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)