
প্রকাশ্য দিবালোকে গুলি করে একই পরিবারের ৩ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল ১১টার দিকে নৃশংস এ হামলার ঘটনা ঘটে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে। নিহতদের মধ্যে এক নারী ও ৪ বছরের এক শিশু রয়েছে।কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। এ ঘটনায় হামলাকারী সন্দেহে একজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, তিন জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা একে একে তিন জনই মারা যান। নিহতদের মধ্যে দুই জনের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরে মধ্যে। এ ছাড়া শিশুটির বয়স ৪ বছর। তবে কারো নাম পরিচয় এখনো জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি।
এ ব্যাপারে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম এ ব্যাপারে গণমাধ্যমকে জানান, হামলার ঘটনার পরই একজনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করেছে তারা।