আগামী বুধবার থেকে সর্বাত্মক লকডাউন !

চলমান নিষেধাজ্ঞা আরো কঠোর করে আগামী ১৪ এপ্রিল বুধবার থেকে সর্বাত্মক লকডাউন জারি করতে যাচ্ছে সরকার। যা প্রথম ধাপে ২০ এপ্রিল পর্যন্ত সারাদেশ চলবে। এর অংশ হিসেবে আগামী বুধবার থেকে বন্ধ থাকবে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। একই সঙ্গে চলবে না কোনো যানবাহন। এই নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শুক্রবার সরকারের এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

টেলিফোনে তিনি জানান, আগামী ১৪ এপ্রিল থেকে ৭ দিনের জন্য কঠোর লকডাউন জারি করা হবে। এই সময়ে জরুরি সেবা ছাড়া সকল সরকারি ও বেসরকারি অফিস বা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনকি বন্ধ থাকবে গার্মেন্টস কারখানাও। সেইসঙ্গে চলবে না যানবাহন।

এর আগে নিজের সরকারি বাসভবনে আজ শুক্রবার সকালে এক ব্রিফিংয়ে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে ভয়াবহ আকার ধারণ করেছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস। সংক্রমণ ও মৃত্যুর হার প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু এর পরও জনগণের উদাসীনতা কমেনি।

সরকার এই পরিস্থিতিতে জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য (২০ এপ্রিল পর্যন্ত) সর্বাত্মক লকডাউনের বিষয়ে চিন্তা-ভাবনা করছে, বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় সেতুমন্ত্রী আরো বলেন, চলমান এক সপ্তাহের ‘লকডাউনে’ জনগণের উদাসীন মানসিকতার তেমন কোনো পরিবর্তন হয়নি। তাই নতুন করে কঠোরতা আরোপের সিদ্ধান্ত নিতে হচ্ছে।