বাংলা চলচ্চিত্রের অসহায় মানুষদের পাশে ডিপজল

চলচ্চিত্রের মুভি লর্ডখ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আসহায় মানুষের পাশে সবসময় দাঁড়ান। এবারো তার ব্যতিক্রম হয়নি। এবারো পাশে দাঁড়িয়েছেন, তবে গোপনে। বর্তমান পরিস্থিতিতে চলচ্চিত্রের অসহায় কোনো মানুষদের না খেয়ে থাকতে হবে না বলে সময় সংবাদের কাছে এমন মন্তব্য করেন ডিপজল।

ডিপজল মনে করেন, মানুষের পাশে দাঁড়ানো বা কাউকে সহযোগিতা করার বিষয়টি গোপনেই করতে হয়। হাদিসে আছে, ডান হাতে সাহায্য করলে বাম হাতও যেনো না জানে। কাউকে জানিয়ে সাহায্য করার অর্থ হচ্ছে নিজেকে জাহির করা। এটা মোটেও উচিৎ নয়। আর এ কারণে ডিপজলের বিষয়টি বরাবরই গোপন থাকে।

ঢাকাই সিনেমার জনপ্রিয় এ অভিনেতার সহযোগিতার বিষয়টি সবসময় তার পাশে থাকা মানুষ, নিজ এলাকার মানুষ ও চলচ্চিত্রের যেসকল মানুষের পাশে দাঁড়ান তারাই জানেন। তিনি বরাবরই চলচ্চিত্রের অসহায় শিল্পী, কলাকুশলী, পরিচালক, টেকনিশিয়ানদের বরাবরই সহযোগিতা করেন। এছাড়া তিনি বিভিন্ন সময় চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর পাশে থাকেন, এগিয়ে আসেন।

বর্তমানে দেশে করোনাভাইরাসে সৃষ্ট দুযোর্গে অসহায় হয়ে পড়া চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। অনেকটা নীরবেই তাদের সহযোগিতা করে যাচ্ছেন।

ডিপজল বলেন, ‘আমি বিষয়গুলো সবসময় গোপনেই রাখতে চাই। তা নাহেল, তা জারি করা হয়। লোক দেখানো বিষয়ে পরিণত হয়। এমন কাজ আমার পছন্দ নয়। আমি আমার সাধ্য মতো আমার চলচ্চিত্রের মানুষের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করি। যতদিন বেঁচে থাকব তাদের পাশে থাকব। আর এটা বলারও বিষয় নয়। মানুষের পাশে দাঁড়ানো বা সহযোগিতা করার মানসিকতার বিষয়। আর মানুষের পাশে দাঁড়ানো সহজ বিষয় নয়। এ সক্ষমতা আল্লাহ সবাইকে দেন না। অনেকের সক্ষমতা থাকলেও মানুষের পাশে দাঁড়ান না। এটা তার মানসিকতার ব্যাপার।’

তিনি আরো বলেন, আমি লোক দেখাতে চাই না। এমনকি সংবাদের শিরোনামেও আসতে চাই না। অনেকের টাকা আছে তারা কিন্তু সহযোগিতা করতে পারেন না। আল্লাহ কিন্তু সকলকে সেই ক্ষমতা দেয় না। আমাকে ক্ষমতা দিয়েছেন তাই পাশে দাঁড়াতে পারি।

এদিকে জানা যায়, ডিপজল তার সাভার এলাকায় সাধারণ মানুষের পাশেও সহোযোগিতা করছেন। অনেক মানুষের ঘরে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন। করোনাভাইরাস সঙ্কট শেষ না হওয়া পর্যন্ত তিনি সহযোগিতা চালিয়ে যাবেন। এছাড়াও জাতীয় এই দুযোর্গে অসহায় দরিদ্র মানুষের পাশে সামর্থ্যবানদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ডিপজল।