
জীবনের সেরা অর্জন জাতীয় পুরস্কারের স্মারকটি নিলামে তুলতে চান জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। তিনি জানিয়েছেন, করোনা সংকটে থাকা মানুষের সাহায্যে তহবিল গঠনে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘এই সংকটময় সময়ে দেশের মানুষের পাশে দাঁড়ানো উচিৎ। আর আমি আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই। যদিও রাষ্ট্রীয় স্বীকৃতি নিলামে তোলা যায় কিনা সে বিষয়ে জানা নেই। তবে দেশের এই সংকটময় সময়ে আমার জীবনের সেরা অর্জনটাই দিয়ে সহযোগিতা করতে চাই।’
তিনি আরো বলেন, রাষ্ট্র আমাকে যে স্বীকৃতি দিয়েছে সেটিই দেশের এই বিপর্যয়ের সময়ে কাজে লাগাতে চাই। জাতীয় পুরস্কারের স্মারক নিলামে তুলতে চাই। এজন্য ‘অকশন ফর অ্যাকশন’ এর সাথে কথাও বলেছি। তবে তাদের পক্ষ থেকে এখনো কোনো আশ্বাস পাইনি।
জাতীয় পুরস্কার যেহেতু রাষ্ট্রীয় স্বীকৃতি সেহেতু এটি নিলামে তোলা যাবে কি না তা নিয়েই কোনো তথ্য ন্যানসির কাছে না থাকলেও আয়োজনকারী প্রতিষ্ঠান ‘অকশন ফর অ্যাকশন’ কাছে জানতে চেয়েছেন তিনি। যদি এটি নিলামে না তোলা যায় সেক্ষেত্রে তার ছোটবেলার গান শেখার হারমোনিয়াম নিলামে তুলতে চান। কিংবা বিকল্প তার অর্জনগুলো নিলামে তুলে সেই অর্থ দিয়ে করোনাকালীন বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে চান জনপ্রিয় এই সংগীত শিল্পী
উল্লেখ্য, ‘প্রজাপতি’ ছবিতে গানের জন্য ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (সেরা সংগীতশিল্পী) পান ন্যান্সি। এই ছবিতে তিনি হাবিব ওয়াহিদের সুরে ‘দুদিকে বসবাস’ শিরোনামের গানে কণ্ঠ দেন।
সম্প্রতি একাধিক সেলিব্রিটি নিলামে তুলেছেন নিজেদের বিভিন্ন সামগ্রী। এরমধ্যে রয়েছেন তাহসান, সাকিব আল হাসান, মাশরাফী বিন মর্তুজা, মুশফিকুর রহিমসহ চিরকুট ব্যান্ডের তিন সদস্য-সহ বেশ কয়েকজনের প্রিয় সংগ্রহ।
এছাড়া বেশ চড়া দামে বিক্রি হয়েছে হুমায়ূন ফরীদির চশমা। এই নিলাম থেকে পাওয়া অর্থ গেছে বিভিন্ন তহবিলে।