
রহস্যময় মঙ্গলগ্রহে মনুষ্যবিহীন রোবোটিক যান পার্সিভিয়ারেন্স পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেটি গতকাল বৃহস্পতিবার রাত ৩টা ৪৮ মিনিটে মঙ্গলপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে।
গত ৭ মাস মহাকাশে ওড়ার পর পার্সিভিয়ারেন্স মঙ্গলের মাটি স্পর্শ করায় নাসার বিজ্ঞানীরা উল্লাসে ফেটে পড়েন। এ সময় সংস্থাটির কন্ট্রোল রুমে থাকা দুই বাঙালি বিজ্ঞানীর মুখে ফোটে মধুর হাসি।
নাসার এই মঙ্গল অভিযানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন দুই ভারতীয় প্রযুক্তিবিদ। তারা হলেন- মহিষা দলের অনুভব দত্ত ও বর্ধমানের সৌম্য দত্ত। তাদের মধ্যে অনুভব হেলিকপ্টার প্রকল্পে আর সৌম্য উচ্চ প্যারাশুট ইনজেনিনিতো প্রকল্পের অংশীদার।
মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা, তা অনুসন্ধান করেত পার্সিভিয়ারেন্স পাঠিয়েছে নাসা। এটি সফল হলে গ্রহটির গোপন রহস্যের পর্দা ভেদ করার আশা করা হচ্ছে।