
পৃথিবী থেকে তিনশ আলোকবর্ষ দূরে একটি বাসযোগ্য গ্রহের খোঁজ পাওয়া গেছে। নাউ-ডেড টেলিস্কোপ থেকে ডেটা ব্যবহার করে বিজ্ঞানীরা এটির সন্ধান পান। বলা হচ্ছে, পৃথিবীর মতো আকারের বড় গ্রহটি মানুষের জন্য ‘বাসযোগ্য’ হতে পারে।
একদল ট্রান্সঅ্যাটল্যান্টিক বিজ্ঞানী বলেছেন, কেপলার-ওয়ানসিক্সফোরনাইনসি নামে পরিচিত এই গ্রহটির তাপমাত্রা পৃথিবীর মতো হতে পারে। ২০১৮ সালের শেষ হয়ে যাওয়া মিশনের কেপলার স্পেস টেলিস্কোপের তথ্য দেখে নাসার সাইন্স মিশন ডিরেক্টরেটের অ্যাসোসিয়েট এডমিনিস্ট্রেটর টমাস জুরবাচেন বলেছেন, এটি আসলে চাঞ্চল্যকর। আমাদের আশা জাগিয়ে তোলে যে তারাগুলোর মধ্যেও একটি দ্বিতীয় পৃথিবী রয়েছে।
নাসার মতে, পৃথিবী সূর্য থেকে যে আলো পায় তার ৭৫ ভাগ আলো পায় ওই গ্রহটি। এর হোস্ট তারটি একটি লাল বামন। আমাদের পৃথিবীর তুলনায় হালকা শীত রয়েছে। সেখানে রয়েছে তরল পানি। আর পানিই থাকা মানেই সেখানে মানুষ বসবাস করতে পারবে।
বিজ্ঞানীদের এই আবিষ্কারের তথ্যগুলো প্রকাশিত হয়েছে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারসে। এটি এক ধরনের বিজ্ঞানবিষয়ক জার্নাল যা জ্যোতির্বিজ্ঞানবিদদের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে উল্লেখযোগ্য মূল গবেষণা প্রকাশ করে।