ইন্টারনেটের গতিতে উগান্ডার চেয়েও পিছিয়ে আছে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেটের গতির দিক দিয়ে ১০ দশমিক ৭৬ এমবিপিএস নিয়ে বিশ্বের মধ্যে ১৩৩তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। অথচ আফ্রিকার দরিদ্র দেশ উগান্ডার অবস্থান তারও আগে। তারা ১১ দশমিক ৯১ এমবিপিএস নিয়ে ১৩২তম স্থানে অবস্থান করছে।

সম্প্রতি ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স এ তালিকা প্রকাশ করেছে। গত সেপ্টেম্বর মাসে বিশ্বজুড়ে তুলনামূলক ইন্টারনেট গতির সমীক্ষা চালিয়েছে তারা। সেখানেই এ তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় দেখা যায়, মোবাইল ইন্টারনেটের গতিতে আগের মাসের তুলনায় দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে মাত্র এক ধাপ এগিয়েছে। ২৯ দশমিক ৮৫ এমবিপিএস গড় গতি নিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ৯৮তম।

এই দিক দিয়ে তুরস্ক ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ। তবে মোবাইল ইন্টারনেটের গড় গতিতে উগান্ডা, সিরিয়া ও লিবিয়ার মতো দেশগুলো বাংলাদেশের আগে আছে।

internet image

বর্তমানে ১২১ এমবিপিএস গড় গতি নিয়ে মোবাইল ইন্টারনেটের দিক দিয়ে শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা চীন ও সংযুক্ত আরব আমিরাতের গড় গতি যথাক্রমে ১১৩ দশমিক ৩৫ ও ১০৯ দশমিক ৪৩ এমবিপিএস।

অন্যদিকে, ২২৬ দশমিক ৬০ এমবিপিএস গতি নিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দিক দিয়ে শীর্ষে সিঙ্গাপুর। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা হংকং ও রোমানিয়ার গড় গতি যথাক্রমে ২১০ দশমিক ৭৩ ও ১৯৩ দশমিক ৪৭ এমবিপিএস।