১০৫ জন সহকারী পুলিশ সুপার পদোন্নতি

করোনা মহামারির মধ্যে ১০৫ জন সহকারী পুলিশ সুপার পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন। স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজ রোববার।এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া ১০৫ জনই সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে থানায় পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়। সিলেট, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় থানার সামনে ‘লাইট মেশিনগান পোস্ট’ (এলএমজি) স্থাপন করা হয়