
দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ দিনকে দিন বেড়েই চলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত রাজধানী ঢাকা। দেশের মোট সংক্রমিত রোগীর অর্ধেকেরও বেশি শনাক্ত হয়েছে এখানেই। ইতোমধ্যে সংখ্যাটা সাড়ে ৩ হাজার ছাড়িয়ে গেছে।
বুধবার সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেয়া সর্বশেষ তথ্যমতে, রাজধানীতে এখন পর্যন্ত ৩ হাজার ৫১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ ছাড়া মৃত্যুবরণ করেছেন ১৩৭ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৩ জন। এ ছাড়া একই সময়ে দেশে আরো ৬৪১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ১০৩ জন।
যে আট জন নতুন করে মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে ৬ জন ঢাকার বাসিন্দা এবং বাকি দুই জন ঢাকার বাইরের। এদের মধ্যে ছয় জন পুরুষ এবং দুই জন নারী। তাদের বয়স যথাক্রমে ৩০-৫০ বছর বয়সী দুই জন, ৫০-৬০ বছর বয়সী দুই জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে চার জন।
এ ছাড়া একদিনের ব্যবধানে দেশে আরো ১১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৫০ জন রোগী সুস্থ হয়েছেন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে ১৮ মাচ।