
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা প্রদানের জন্য রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিকে (আইসিসিবি) হাসপাতালে পরিণত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তরের জন্য এটি প্রস্তুত বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসিম উদ্দিন।
রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দিষ্ট দিন নির্ধারণ করে দিলেই আমরা হাসপাতালটি হস্তান্তর করে দিবো। আমাদের তরফ থেকে প্রায় সব কাজ শেষ হয়েছে। সামান্য কিছু কাজ বাকি। তা একদিনের মধ্যেই করে ফেলা সম্ভব হবে।
তিনি আরো বলেন, আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। হাসপাতালটি বুঝে নিতে এখন স্বাস্থ্য অধিদপ্তরকে এগিয়ে আসতে হবে। আমাদেরও ইচ্ছা দ্রুত হস্তান্তর করার।
জসিম উদ্দিন বলেন, অস্থায়ী হাসপাতালে আমরা এখন পর্যন্ত এক হাজার ৩০০ বেড স্থাপন করতে সক্ষম হয়েছি। আরো বেড স্থাপন করা হবে। আইসিইউর জন্য আমরা আলাদা একটি হল বরাদ্দ করে দিয়েছি।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলম বলেন, হাসপাতাল নির্মাণের কাজ শেষের পথে। আমাদের বাকি বেড গুলোও সেখানে পৌঁছে গেছে। একদিনের মধ্যেই সেগুলো নিজ জায়গায় বসে যাবে।
মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিকে ৫ হাজার শয্যার হাসপাতাল করার ঘোষণা দেয় দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা।