রামেকে ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক মৃত্

প্রতিদিন ১০-১৫ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবেন- এটা একপ্রকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জন্য। সেই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে সেখানে। একদিনে হাসপাতালটিতে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ২৩ জুন সকাল ৯টা থেকে ২৪ জুন সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা গেছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। আজ বৃহস্পতিবার (২৪ জুন) সকালে তিনি জানান, শেষ ২৪ ঘণ্টায় ১৮ জন মারা গেছেন। এর মধ্যে মধ্যে রাজশাহীর ১৩, চাঁপাইনবাবগঞ্জ ১ এবং নওগাঁর ৪ জন।ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, নিহত ১৮ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৮ জন। বাকি ১০ জন ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন। উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ভাইরাসটির সংক্রমণ থামাতে রাজশাহী মহানগরে দ্বিতীয় দফা যে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করা হয়েছিল, সেটা শেষ হতে যাচ্ছে আজ (২৪ জুন) রাত ১২টার সময়।এই সময়ের মধ্যে জরুরি ওষুধ ও খাদ্যদ্রব্য পরিবহন ব্যতীত সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। কিন্তু এতদিন লকডাউন চললেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তাই আবারও লকডাউন দেয়া হবে কিনা- তা নিয়ে ভাবছেন সংশ্লিষ্টরা। শিগগিরই এ ব্যাপারে জানিয়ে দেয়া হবে।