মেট্রোরেলের অগ্রগতি ৬১ শতাংশ -ওবায়দুল কাদের

এগিয়ে চলছে রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সার্বিকভাবে এই সেতুর ৬১ দশমিক ৪৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া উত্তরা থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৩ দশমিক ৫২ শতাংশ।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ৫২ দশমিক ২২ শতাংশ অগ্রগতি হয়েছে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজ। এছাড়া ইতোমধ্যে ৬ কোচ বিশিষ্ট (মোট কোচের সংখ্যা ১৪৪টি) প্রথম মেট্রোট্রেন ঢাকায় এসে পৌঁছেছে। দ্বিতীয় মেট্রোট্রেনের জাহাজীকরণ সম্পন্ন হয়েছে, শিগগিরই তা জাপানের কোবে সমুদ্রবন্দর থেকে বাংলাদেশে এসে পৌঁছাবে।

‘তৃতীয় ও চতুর্থ মেট্রোট্রেন সেটের শিপমেন্টের সম্ভাব্য তারিখ ১১ জুন ও ১৩ আগস্ট।’ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।