
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে উন্নয়নের কথা বলে দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ মঙ্গলবার দলটির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন- সরকার বলছে, তারা দেশের যথেষ্ট উন্নয়ন করেছে। বাস্তবে দেখা যাচ্ছে, ভুটানেরও নিচে বাংলাদেশ।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা ইউএনডিপির মানব উন্নয়ন সূচকের কথা জানিয়ে তিনি বলেন, এতে দক্ষিণ এশিয়ায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ। অর্থাৎ ভুটানসহ ৪টি দেশ আমাদের ওপরে রয়েছে। এতে প্রমাণিত হয়, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
স্বাধীনতার চেতনা ধ্বংস করে দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ো হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ বিপন্ন হতে চলছে। আমরা স্বাধীনতার চেতনাকে প্রতিষ্ঠিত করতে চাই।
সীমান্তে ভারতীয় বাহিনী গুলি করে বাংলাদেশিদের হত্যা করছে মন্তব্য করে তিনি বলেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকায় কোনো কিছুই সফল হচ্ছে না।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল সালাম প্রমুখ।