বেতনের দাবিতে সড়ক অবরোধ

বেতন-ভাতার দাবিতে সোমবার ঢাকার সাভার ও আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। বেতনের জন্য গিয়ে কারখানা বন্ধ পেয়ে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সোমবার সকালে সাভারের হেমায়েতপুরের রাকিব অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের জন্য কারখানার সামনে জড়ো হন। কারখানা বন্ধ পেয়ে তাঁরা প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করেন। সকাল সাড়ে আটটার দিকে তাঁরা হেমায়েতপুর-সিংগাইর সড়কে অবস্থান নেন। বেলা একটায় এই প্রতিবেদন লেখার সময় তাঁরা ওই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।

রাকিব অ্যাপারেলসের শ্রমিকেরা বলেন, গত জানুয়ারি মাস থেকে তাঁদের বেতন দেওয়া হচ্ছে না। গত তিন মাসে কয়েক দফায় তাঁদের বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু আশ্বাস অনুযায়ী তাঁদের বেতন দেওয়া হয়নি। সর্বশেষ সোমবার তাঁদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়।

শ্রমিকেরা বলছেন, দীর্ঘদিন বেতন না পেয়ে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। বাসার মালিক ও দোকানিরা পাওনা টাকার জন্য তাঁদের চাপ দিচ্ছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে তাঁরা নতুন করে কোনো কাজও খুঁজে নিতে পারছেন না। এই অবস্থায় তাঁদের কেউ সহায়তাও করছেন না।

সাভার থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক রাকিব অ্যাপারেলসের শ্রমিকদের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাকিব অ্যাপারেলস ছাড়াও বেতনের দাবিতে সোমবার আশুলিয়ার আরও কয়েকটি কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকেরা।