বুড়িগঙ্গা নদীতে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

কেরানীগঞ্জর পোস্তগোলা ব্রীজের নীচে হাসনাবাদ এলাকা বরাবর মাঝ নদীতে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

আজ (৫ই জুলাই ) রবিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর, এ সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও সেন্টু গেন্জি। তবে শরিরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামান জানান, বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা এলাকায় মাঝনদী বরাবর একটি বস্তা ভাসতে দেখে মাঝিরা দক্ষিন কেরানীগঞ্জ থানায় খবর দেয়। এ খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটিকে তীরে উঠিয়ে এনে বস্তার মুখ খুললে এর মধ্যে একটি যুবকের মরা দেহ দেখতে পায়। ধারনা করা হচ্ছে  যুবকটিকে শ্বাস রোধ করে হত্যা করে বস্তায় ভরে নদীতে ফেলে গেছে।

লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)