
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে দুই হাজার শয্যার আইসোলেশন সেন্টার তৈরি করার কাজ চলছে। আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে এটি প্রস্তুত করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাস ভবন থেকে যুক্ত হয়ে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বসুন্ধরা গ্রুপের সদিচ্ছার কারণেই তাদের কনভেনশন সিটিতে এত বড় আইসোলেশন সেন্টার তৈরি করা সম্ভব হচ্ছে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে গত ২৪ ঘণ্টায় ১০৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনকে করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে। এ ছাড়া ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১ জন।