পটুয়াখালীতে ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট

পটুয়াখালীতে চালু করা হয়েছে দেশের প্রথম ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট। মঙ্গলবার সকালে পটুয়াখালী নদী বন্দরে এমভি এ আর খান নামের একটি লঞ্চে এ ভাসমান কোয়ারেন্টাইনের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যে সরকারি নির্দেশ অমান্য করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে নৌ পথে পটুয়াখালীতে আসা ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখতে এ ব্যবস্থা করা হয়েছে।

ভাসমান কোয়ারেন্টাইন ইউনিটের কার্যক্রম উদ্বোধনের পর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, পটুয়াখালীর মানুষদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিরপদে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা সরকারি নির্দেশ অমান্য করে পটুয়াখালী জেলায় প্রবেশ করবেন তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন এই লঞ্চে অবস্থান করতে হবে।

তিনি আরো জানান, ভাসমান কোয়ারেন্টাইন ইউনিটে থাকা ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া জন্য লঞ্চে পর্যাপ্ত পরিমাণ ওষুধ ও একজন ডাক্তার থাকবেন। পাশাপাশি তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালীতে এখন পর্যন্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জে একটি তৈরি পোশক কারখানায় কাজ করতেন। সম্প্রতি
তিনি পটুয়াখালীতে বাড়িতে এসেছিলেন। ওই ব্যক্তির বোনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন।