দেশে লকডাউনের মধ্যেও থেমে নেই সড়ক দুর্ঘটনা, একমাসে প্রাণ গেল ২১১

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশে লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকা সত্ত্বেও গত এক মাসে সড়ক দুর্ঘটনায় ২১১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২২৭ জন। এছাড়া নৌপথে দুর্ঘটনায় ০৮ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, গত ২৬ মার্চ থেকে ০১ মাসে ২০১টি সড়ক দুর্ঘটনায় ২১১ জন নিহত ও ২২৭ জন আহত হয়েছেন। একই সময় নৌ-পথে ০৮টি দুর্ঘটনায় ০৮ জন নিহত ও ২ জন আহত এবং ০২ জন নিখোঁজ হয়েছে।

দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে রোববার (০৩ এপ্রিল) সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই প্রতিবেদন প্রকাশ করে।

এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ২৩ এপ্রিল এইদিনে ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ০৫ জন আহত হয়। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ০৯ এপ্রিল ১টি সড়ক দুর্ঘটনায় ০১জন নিহত হয়।