দেশে পানিবন্দি লাখো মানুষ !

কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে জামালপুর, কুড়িগ্রামসহ কয়েকটি জেলায় পানিবন্দি লাখো মানুষ। কোথাও কোথাও নদ-নদীর পানি বাড়ায় অবস্থার আরও অবনতি হয়েছে। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানি সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পয়নিষ্কাশনের সমস্যা।

তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। বাঁচার তাগিদে মালপত্র নিয়ে নৌকায় ভেসে থাকা মানুষগুলোর দুর্ভোগ চরমে উঠেছে।

জামালপুর

হু হু করে করে যমুনা নদীর পানি ঢোকায় জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সদর ছাড়া জেলার বাকি ৬টি উপজেলার ৩০টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে ৩ হাজার হেক্টর ফসলী জমি। এদিকে দেওয়ানগঞ্জে ৪টি আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে দুর্গতদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

সিরাজগঞ্জ

পরিস্থিতির অবনতি হয়েছে সিরাজগঞ্জেও। ডুবে গেছে ৫টি উপজেলার ৩৫টি ইউনিয়ন। উঁচু স্থান কিংবা বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন বানভাসিরা। কাজিরপুর উপজেলার শুভগাছা গ্রামে যোগাযোগের একমাত্র মাধ্যম কালভার্টটি ব্যাপক ঝুঁকির মধ্যে পড়েছে।

বগুড়া

বগুড়ায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি পয়নিষ্কাশন সমস্যা মাত্রা ছাড়িয়েছে।

গাইবান্ধা ও কুড়িগ্রাম

গাইবান্ধায় বন্যা পরিস্থিতি আগের মতো হলেও কিছুটা উন্নতি হয়েছে কুড়িগ্রামের। পানিবন্দি মানুষেরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।

সুনামগঞ্জ

সুরমা নদীর পানি কমায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। রাস্তাঘাট ও বসতবাড়ি থেকে পানি না নামায় চলাচল নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা।