দেশের করোনাক্রান্ত পুলিশের জন্য আলাদা হাসপাতাল

ইতোমধ্যে দেশে প্রায় দেড় হাজার পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন নভেল করোনাভাইরাসে। এ নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য একটা আলাদা হাসপাতাল বরাদ্দ করার অনুরোধ জানানো হয়েছিল বিভিন্ন মহল থেকে। অবশেষে সেই অনুরোধে সাড়া দিয়েছে কর্তৃপক্ষ।

একটি চুক্তির মাধ্যমে রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত বেসরকারি ইমপালস হাসপাতালকে নির্দিষ্ট করা হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য। চিকিৎসা শুরু হবে আগামীকাল শনিবার থেকে। চুক্তি অনুযায়ী দুই মাস এই সেবা পাবে পুলিশ বাহিনী।

অবশ্য আগে থেকেই দেশে পুলিশের জন্য বিশেষায়িত হাসপাতাল রয়েছে। এতদিন রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছিল আক্রান্ত অধিকাংশ সদস্যকে। কিন্তু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্থান সংকুলান হচ্ছে না ২৫০ শয্যা বিশিষ্ট ওই হাসপাতালে। বাধ্য হয়ে চুক্তি করতে হয়েছে ইমপালস হাসপাতালের সঙ্গে।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি হাসানুল হায়দার বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আর সম্ভব হচ্ছে না। শুধু ঢাকা মহানগরীতেই আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ৭০০ ছুঁই ছুঁই। মাত্র ২৫০ শয্যার হাসপাতালে কীভাবে এতজনকে চিকিৎসার ব্যবস্থা করব? বাধ্য হয়ে কোনো কোনো সদস্য বাসায় কোয়ারেন্টাইনে আছেন। ইমপালসে চিকিৎসা শুরু হলে আমাদের এখানে চাপ অনেক কমে যাবে।