
জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজার এলাকায় গতকাল রবিবার রাতে সিলগালা করা তিনটি গুদাম থেকে আজ সোমবার দুপুরে ৩৮৮ বস্তাভর্তি ১৯ হাজার ৪০০ কেজি চাল জব্দ করেছেন ইসলামপুরের ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান। গুঠাইল বাজারের তিনজন ব্যবসায়ীর গুদাম থেকে চালগুলো জব্ধ করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
সূত্র জানায়, উপজেলার গুঠাইল বাজারে তিনজন ব্যবসায়ীর গুদামে কালোবাজারে কেনা চাল মজুদ থাকার বিষয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইসলামপুরের ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান গতকাল রবিবার গভীর রাতে পুলিশ ফোর্স নিয়ে গুদাম তিনটি সিলগালা করেন। আজ সোমবার দুপুরে ইউএনও এবং ইসলামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনসার উদ্দিন পুলিশ ফোর্স নিয়ে সিলগালা করে রাখা স্থানীয় ব্যবসায়ী নন্দু মিয়া, মোশাররফ হোসেন ও মোয়াজ্জেম হোসেনের পৃথক গুদাম থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের ৩৮৮ বস্তা চাল জব্দ করেন। এতে মোট চাল রয়েছে ১৯ হাজার ৪০০ কেজি। জব্দ করা চালের বস্তাগুলো ইসলামপুর থানা হেফাজতে আনা হয়েছে। অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গতকাল রবিবার দুপুরে গুঠাইল বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন ও মোয়াজ্জেম হোসেনের গুদাম থেকে ৯৮ বস্তাভর্তি চার হাজার ৯০০ কেজি চাল জব্দ করা হয়েছিল। ওই ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আজ সোমবার দুপুরে ওই দুই ব্যবসায়ী ও একই এলাকার নন্দু মিয়ার পৃথক তিনটি গুদাম থেকে আরো ৩৮৮ বস্তাভর্তি ১৯ হাজার ৪০০ কেজি চাল জব্দ করা হয়েছে। চালগুলো সরকারি খাদ্য সহায়তার বিভিন্ন প্রকল্পের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ওই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। তারা পলাতক রয়েছেন।