
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সমালোচনা বাড়ছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক নামে একটি সংগঠন এ নিয়ে আজ মানববন্ধন করেছে। প্রেসক্লাবের সামনে এই আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন অনেকে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ তো আছেই। এতসব কিছুর মধ্যেই জানা গেল, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে এক স্কুলছাত্রের বিরুদ্ধে। মামলার ২৪ ঘণ্টাও অতিক্রম হয়নি, গতকাল রাতে আটক করা হয়েছে ওই শিশুকে !
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রধানমন্ত্রীকে নিয়ে কী কটূক্তি করেছে ওই স্কুলছাত্র তা জানাতে রাজি হননি ওসি।
জানা যায়, উপজেলার কাদিগড় গ্রামের ওই স্কুলছাত্রের নাম ইমন, পাড়াগাঁও নবদিগন্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। গত শুক্রবার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দেয় সে। ওই স্ট্যাটাসে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ। মামলার পরপরই তাকে বাসায় এসে ধরে নিয়ে যায় পুলিশ।