ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও সীমান্তে জয়নাল আবেদীন (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার চোচপাড়া সীমান্তের ১৭১ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও-৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। বিস্তারিত জানার পর ঘটনা সম্পর্কে বলা যাবে।

জানা যায়, রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের মো. মাঝিলের ছেলে জয়নাল আবেদীন। আজ ভোরে ওই সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় তার ওপর গুলি চালায় চাকলাগড় বিএসএফ ক্যাম্পের টহলরত এক সদস্য।

বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের ৩নং ওর্য়াড মেম্বার আবদুর রহিম বলেন, ভোরে সীমান্তের ওপার থেকে বাড়ি ফিরছিলেন জয়নাল। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।