ট্রাকে করে নারায়ণগঞ্জ ছাড়ার সময় ৪৬ জন আটক

করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউন ভেঙে ট্রাকে করে নারায়ণগঞ্জ ছেড়ে যাওয়ার সময় ৪৬ জনকে আটক করে ফেরত পাঠিয়েছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার তক্কার মাঠ এলাকা থেকে তাঁদের আটকের পর নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন। তিনি বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার তক্কার মাঠ এলাকা থেকে ৪৬ জন একটি ট্রাকে করে সুনামগঞ্জে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার সময় ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম তাঁদের আটক করেন। পরে তাঁদের নারায়ণগঞ্জে যাঁর যাঁর বাড়িতে ফেরত পাঠানো হয়।

প্রসঙ্গত, গত কয়েক দিনে নারায়ণগঞ্জ ছেড়ে সড়ক ও নৌপথ দিয়ে বিভিন্ন উপায়ে যাওয়ার সময় সাড়ে ছয় শর বেশি নারী-পুরুষকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের সবাই বিভিন্ন কারখানার শ্রমিক।