
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এমনই এক রাজনৈতিক দল, যারা জনগণকে ভয় পায়। জনগণের মুখোমুখি হওয়ার সময় হলেই তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এর কারণ হলো- জনগণ তাদেরকে লাগাতার প্রত্যাখ্যান করে আসছে।
আজ বৃহস্পতিবার (১০ জুন) নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণকে ভয় পাওয়ার কারণেই বিএনপি নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।
সেতুমন্ত্রী আরও বলেন, আমাদের সামনে এখন দুটি শত্রু- একটি প্রকাশ্য, আরেকটি অপ্রকাশ্য। বিএনপি হলো প্রকাশ্য শত্রু আর করোনাভাইরাস অপ্রকাশ্য। করোনাভাইরাস যেমন আমাদেরকে অনেকটা স্থবির করে দিয়েছে, তেমনি বিএনপির নেতিবাচক আর ষড়যন্ত্রের রাজনীতির কারণে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। এক হিসেবে এটা করোনার বাধার চাইতেও ভয়ানক।
রাজনীতির মাঠে প্রতিপক্ষ-প্রতিদ্বন্দ্বী থাকবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু বিএনপি তার প্রতিপক্ষকে নির্মূল করতে চায়। এজন্যই তাদের লোকজনের হাতে ঘটেছে ১৫ আগস্টের মতো নির্মম ঘটনা। এরপর ক্ষমতায় থাকাকালে তারা প্রকাশ্যে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকেও মারার পরিকল্পনা করেছে। কিন্তু সেই পরিকল্পনা কাজে লাগেনি।
শুধু রাজনৈতিক নেতাকর্মীরাই নয়, বিএনপির হাতে সাধারণ মানুষও নিরাপদ নয়। সেটার প্রমাণ হলো- দলটি গাড়িতে আগুন লাগিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে। ক্ষমতায় থাকাকালে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে। এসব কারণে জনগণের মুখোমুখি হওয়ার নৈতিক বল হারিয়ে ফেলেছে তারা।