চীনা টিকা ৫ কোটি হলেও নেব বাংলাদেশ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চীনের টিকা ৪-৫ কোটি ডোজ হলেও নেবে বাংলাদেশ। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি আজ সোমবার সাংবাদিকদের এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে আমরা যে টিকা কেনার উদ্যোগ নিয়েছে সেগুলো আসতে আরো কিছুটা সময় লাগবে। চীন সরকার উপহার হিসেবে আমাদের ৫ লাখ ডোজ টিকা দেবে বলে জানিয়েছে। সেটা হয়তো আগামী ১০ তারিখের মধ্যে বাংলাদেশে পৌঁছাতে পারে। তবে আমরা যে টিকা কিনতে চাই, সেটা আসতে আরো একটু সময় লাগবে।

জাহিদ মালেক বলেন, চীন থেকে আরো টিকা কেনার প্রস্তাব পাঠানো হয়েছে। তারা প্রস্তাবের জবাব পাঠালেই এ বিষয়ে আলোচনা শুরু হবে। আমাদের অনেক টিকা লাগবে। সেক্ষেত্রে চীনা টিকার ৪-৫ কোটি ডোজ হলেও আমরা নেব।
তিনি আরো বলেন, আমাদের আলোচনা রাশিয়ার সঙ্গেও হয়েছে। তারাও টিকা দিতে চায়, আবার আমাদের দেশে টিকা উৎপাদনও করতে চাচ্ছে। দুটি দেশের সঙ্গেই আমরা কথা বলে রাখছি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনায় যে সংক্রমণ হচ্ছে তার ৮০ থেকে ৯০ শতাংশই হচ্ছে বিভিন্ন সিটি করপোরেশন এলাকায়। তাই এই অঞ্চলগুলোয় কঠোর নজরদারি রাখা হবে।এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।