গোয়েন্দা কার্যালয়ে পরীমনি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে গেছেন ‘ধর্ষণ ও হত্যাচেষ্টা’ মামলা করা চিত্রনায়িকা পরীমনি। আনীত অভিযোগে বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সেখানে যান তিনি।জানা গেছে, ডিবি উত্তরের যুগ্ম কমিশনার হারুন অর রশিদের কার্যালয়ে গিয়েছেন পরীমনি। তাকে মামলার বিষয়ে জানতে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

পরীমনির সঙ্গে রয়েছেন পরিচালক চয়নিকা চৌধুরী ও কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানেই ছিলেন।গতকাল সকালে সাভার থানায় ‘ধর্ষণ ও হত্যাচেষ্টা’র অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার ঘনিষ্ঠ সহযোগী অমিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। তার আগে প্রথমে ফেসবুকে পোস্ট এবং পরে সাংবাদিকদের বাসায় ডেকে কথা বলেন তিনি।

এ ঘটনায় প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ ৫ জনকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় গতকাল। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা করে পুলিশ।এই মামলায় আজ মঙ্গলবার নাসির ও অমির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি। এ ছাড়া গ্রেপ্তার লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধার (২৪) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।