কেরানীগঞ্জে ৩ অনলাইন জুয়াড়ি আটক

ঢাকার কেরাণীগঞ্জে  বিশেষ অভিযানে ০৩ অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে (র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন) র‌্যাব-১০।

র‌্যাব মিডিয়া সেল থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে (১৩ই এপ্রিল) রাতে জানানো হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারী, জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল(১২ এপ্রিল) রাত ৯টায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর স্টাফ কোয়ার্টার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি অনলাইন জুয়ার প্লাটফর্ম এর মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করা অবস্থায় মোঃ সোহেল শেখ (৩০), মোঃ সেলিম (৫০) ও মোঃ আল আমিন মিজি (২১) নামের ৩ অনলাইন জুয়ারীকে গ্রেফতার করে।   এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ০৪ টি মোবাইল ফোন ও নগদ- ৪০,৫০০/- (চল্লিশ হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা বেশ কিছুদিন ধরে বিদেশি অনলাইন জুয়ার প্লাটফর্ম এর মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছিল। তারা নিজেদের পরিচয় গোপন করে জুয়ার ডলার / টাকা অনুমোদনহীন অনলাইন পেমেন্ট গেটওয়ে মোবাইল ব্যাংকিং ইত্যাদি ডিজিটাল মাধ্যমে দেশের বাইরে ও ভিতরে অবৈধভাবে ই- ট্রানজেকশন করত। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম , ইমেইল ইত্যাদি ব্যবহার করে এসব অবৈধ ট্রানজেকশন এর তথ্য বিভিন্ন লোকজনের কাছে পাঠিয়ে বিদেশি অনলাইন জুয়ার প্লাটফর্ম এর মাধ্যমে খেলায় উদ্বুদ্ধ করে আসছিল।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)