
আজ রবিবার কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা গতকালের চেয়ে একটু বেশি। আজ কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ২০ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪১ জনে। আক্রান্তদের মধ্যে পাঁচ জন নারী ও বাকিরা সবাই পুরুষ।
আজ রাত ১১:১৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন
আক্রান্তদের মধ্যে শুভাড্যা ইউনিয়নে একজন নারী তার বয়স ৪৭ বছর । দুই জনপুরুষ তাদের একজনের বয়স ৬০ বছর ও একজনের বয়স ৩৫ বছর।
জিঞ্জিরা ইউনিয়নে দুইজন পুরুষ তাদের একজনের বয়স ৩৭ বছর ও একজনের বয়স ৫৫ বছর।
শাক্তা ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৪৫ বছর ও একজন নারী তার বয়স ৫৫ বছর।
কলাতিয়া ইউনিয়নে একজন জন নারী তার বয়স ৫৫বছর ও তিন জন পুরুষ।
আগানগর ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৭৫ বছর।
কালিন্দী ইউনিয়নে দুই জন পুরুষ তাদের একজনের বয়স ৩০ ও একজন ৩২ বছর।
রুহিতপুর ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৭৫ বছর ও তারা নগর ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৫০ বছর।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী কর্মী তার বয়স ৪৬ বছর ও একজন পুরুষ তার বয়স ৩৮ বছর।
এছাড়া ৩৪ বছর বয়সী এক মহিলা তার ঠিকানা উল্লেখ করে নাই।
উল্লেখ্য গত ৫ই এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়। এরপর ১০০ অতিক্রম করে গত ২৮ এপ্রিল। ৩ মে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ হয় এবং ২ জুন এ সংখ্যা ৫০০ ছাড়ায়, ১২ জুন তা ৬০০, ১৪ই জুন তা ৭০০ ও আজ ১৯শে জুন তা ৮০০ ঘর অতিক্রম করে এখন পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২১ জন ও সুস্থ হয়ে উঠছেন ৩১০জন এবং এখন পর্যন্ত মোট পরিক্ষা হয়েছে ২৯০০ জনের কাছাকাছি।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)