
ঢাকার কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় চলন্ত গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল (৭ই এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের নাম স্বপন ভূঁইয়া (৪৩)। সে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া পশ্চিমপাড়ার হারুনুর রশিদের পুত্র।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই সুজন বালা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাত দুইটার দিকে ৯৯৯ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করি। আজ সকালে সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের কাজ চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চলন্ত গাড়ির সাথে ধাক্কা লেগে মাথা থেঁতলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)