কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

সারাদেশের ন্যায় কেরানীগঞ্জ ও বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৪৯তম জাতীয় বিজয় দিবস যৌথভাবে পালন করেছে  উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।

দিবসটি উপলক্ষে আজ (১৬ই ডিসেম্বর) প্রথম প্রহরে ভোর সাড়ে ৫টায় কেরাণীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানা কর্তৃক ৩১বার তোপধ্বনি,৬টায় জাতীয় পতাকা উত্তোলন,সকাল ৮ ঘটিকায় জিনজিরা ইউনিয়নের মনু ব্যাপারীর ঢালে  ১৯৭১সালের স্বাধীনতা যুদ্ধে কেরানীগঞ্জের নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে উপজেলা আওয়ামীলীগ ও ঢাকা-৩ আসনের সাংসদ বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র পক্ষে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ও কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজি মাইনুল ইসলামের নেতৃত্বে মডেল থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল শহীদদের স্মরণে গার্ড অব অনার প্রদান করেন। এরপর একে একে জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, কালিন্দী ইউপি চেয়ারম্যান হাজী মো.মোজাম্মেল হোসেন, কোন্ডা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক, কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, শাক্তা ইউপি চেয়ারম্যান হাজী মো.সালাহউদ্দিন লিটন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি হাজী মাহমুদ আলম, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজি  মিরাজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক রমজান আলী মেম্বার,জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মুস্তাক হোসেন আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক এ্যাড.জাকির আহম্মেদ, গুদারাঘাট আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক

শেখ সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।অতঃপর সকাল ৯ ঘটিকায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) সহকারী কমিশনার (রাজস্ব),উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহি অফিসার অমিত দেবনাথ উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সোহেল উপজেলা সহকারী কমিশনার ভূমি দক্ষিণ সানজিদা পারভীন তিন্নি, উপজেলা প্রকৌশলী মো.শাহজাহান আলী, সমাজসেবা কর্মকর্তা মো.ফখরুল আশরাফ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগে ও এর অঙ্গসংগঠনের বিভিন্ননেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য করোনা মহামারীর কারনে প্রতি বছরের ন্যায় এবছর উপজেলা মাঠে দিনভর কোন কর্মসুচীর আয়োজন না করে স্বল্প পরিসরে বিজয় উদযাপন করা হয়।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)