
ঢাকার কেরানীগঞ্জে চলন্ত রাস্তার উপর পলিথিন ব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। আজ (২১শে এপ্রিল) সকাল ১০ টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন আমিরাবাগ পল্লী বিদ্যুৎ ভবন এর উল্টো পাশে ঢাকা দোহার মহাসড়কে একটি পলিথিন ব্যাগের মধ্যে ছেঁড়া লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই আবুল বাশার লাশ উদ্ধার প্রসঙ্গে বলেন, চলন্ত রাস্তায় পলিথিন ব্যাগে কিছু একটা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে জানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পলিথিন ব্যাগ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করি। লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। আমরা তদন্ত পূর্বক ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব।
মিটফোর্ড হাসপাতালের মর্গ সূত্রে জানা গেছে, শিশুটির আনুমানিক বয়স এক থেকে দুই দিন হতে পারে, তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে শিশুটি মারা গেছে ময়নাতদন্ত সম্পন্ন হলে তা বিস্তারিত জানা যাবে।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)