
সারাদেশে ২৭৪৩ জন করোনা আক্রান্তের দিনে কেরানীগঞ্জ উপজেলায় আজ আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জন। এনিয়ে কেরানীগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫২ জনে। আক্রান্তদের মধ্যে জন ৫ জন নারী এবং বাকি ৫ জন পুরুষ।
আজ বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী ডাক্তার, তার বয়স ৪৪ বছর ও একজন নার্স তার বয়স ৩৫ বছর।
জিঞ্জিরা ইউনিয়নের কদমতলী এলাকায় দুই জন নারী , তাদের একজনের বয়স ২০ও একজনের বয়স ২১ বছর। মডেল টাউন একজন নারী, একজন পুরুষ সহ মোট ৫জন।
শাক্তা ইউনিয়নে একজন, তেঘরিয়া ইউনিয়নে একজন,ও রুহিতপুর ইউনিয়নে একজন করে মোট ৩ জন পুরুষ।
এ প্রসঙ্গে ডাঃ মীর মোবারক হোসেন আরো বলেন, একক উপজেলা হিসেবে কেরানীগঞ্জ প্রথম যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। আমরা প্রতিদিন গড়ে ৭০/৮০ টা টেষ্ট করতে পারি।পরিক্ষার সংখ্যা বাড়ানো গেলে, রোগীর সংখ্যাও বৃদ্ধি পাবে। তাহলে বুঝতে হবে কেরানীগঞ্জের পরিস্থিতি ভালো না।
উল্লেখ্য কেরানীগঞ্জে গত ৫ই এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয় এবং ২রা জুন তা ৫০০ ঘর অতিক্রম করে। এখন পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২১ জন, সুস্থ হয়ে উঠছেন ১২০ ও মোট পরিক্ষা করা হয়েছে ১৫০০ জনের।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)