
ঢাকার কেরানীগঞ্জে মান্দাইল এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশ। শনিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তিন ডাকাত হচ্ছে দবির শেখ (৪৫), হবি (৫৫), মো: রফিক (৪৫)।
ঢাকা জেলা দক্ষিন ডিবির পুলিশ পরিদর্শক মো: নাজমুল হাসান বলেন গ্রেপ্তারকৃতরা সকলেই পেশাদার ডাকাত ও দীর্ঘ দিন যাবৎ ডাকাতির সাথে জড়িত। এরা বেশ কিছু দিন ধরে কেরানীগঞ্জসহ আশেপাশের এলাকাগুলোতে ডাকাতি করে আসছিলো। দিনের বেলা এরা একেক জন একেক রকম কাজ করে আর রাতের বেলা হয়ে উঠে ভয়ানক ডাকাত। বর্তমান সময়ে কেরানীগঞ্জের বেশিরভাগ ডাকাতির সাথেই এরা জড়িত ছিলো।
ঢাকা জেলা দক্ষিন ডিবি সূত্রে জানা যায় ,গত ০৫ ই মে কেরানীগঞ্জে একটি ডাকাতির ঘটনায় ১১ মে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। কিছুদিন পরে ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মামলার তদন্তভার ঢাকা জেলা দক্ষিন ডিবির উপরে অর্পিত হয় এবং ডিবির এসআই নাজমুল হাসানকে মামলাটি নিয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়। দীর্ঘ অনুসন্ধানের জানা যায় অনুসন্ধান করে জানতে পারি মান্দাইলের করেরগাও এলাকায় রাতেরবেলা প্রায়ই ডাকাতি সংঘটিত হয় এবং ১৭ই জুন শুভাঢ্যা ইউনিয়নের মদিনাবাগ এলাকায় একটি বাসায় রাতেরবেলা যে ডাকাতি হয় তা এদেরই মাধ্যমে সংঘটিত হয়। এরপর ডাকাতির বিভিন্ন তথ্য সংগ্রহ করে ডাকাত দলটিকে ধরতে অভিযান শুরু করে ডিবির একটি টিম।অভিযানের প্রেক্ষিতে আজ সকালে কেরানীগঞ্জের মান্দাইল এলাকা থেকে ঢাকা জেলা ডিবি পুলিশ ও দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে তারা ডাকাতির বিষয় স্বীকার করে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেয়। ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা অব্যহত আছে ।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)