
সারাদেশে আজ করোনা আক্রান্তের ও মৃত্যুর রেকর্ড হয়েছে, দেশের পরিস্থিতি ভালো না।এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে।আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও পল্লীবিদ্যুৎ কর্মকর্তা সহ করোনা আক্রান্তের সংখ্যা ২৪ জন।এনিয়ে কেরানীগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৩ জনে। আক্রান্তদের মধ্যে আট জন নারী ও বাকি সবাই পুরুষ।
আজ রাত ৭:৪৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে শুভাঢ্যা ইউনিয়নে একজন নারী তার বয়স ৫৯ বছর ও দুইজন পুরুষ তাদের একজনের বয়স ৩৫ ও অপর জনের বয়স ৩১ বছর।
জিঞ্জিরা ইউনিয়নে একজন নারী তার বয়স ২৩ বছর ও হাউলীতে একজন সহ চার জন পুরুষ। আগানগর ইউনিয়নে একজন নারী তার বয়স ৭০ বছর।
কোন্ডা ইউনিয়নে একজন নারী তার বয়স ২৬ বছর। তেঘরিয়া ইউনিয়নে চারজন পুরুষ তাদের বয়স ২৭,২৯,৩০ ও ৩৯ বছর।
কলাতিয়া ইউনিয়নে চারজন পুরুষ তাদের বয়স ১৮,৩১,৩৪,৪২ বছর। শাক্তা ইউনিয়নের মালঞ্চে একজন নারী তার বয়স ৫০ বছর ও অপর আরেকজন নারী তার বয়স ৫৪ বছর।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক তার বয়স ৩৬ বছর ও নারী আয়া তার বয়স ৩২ বছর।
পল্লীবিদ্যুৎ AGM পদমর্যাদার কর্মকর্তা একজন, তার বয়স ৩৩ বছর। এছাড়া ৩২ বছর বয়সী একজন পুরুষ তার ফরম পুরনের সময় ঠিকানা উল্লেখ করেনি।
উল্লেখ্য কেরানীগঞ্জে গত ৫ই এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয় এবং ১১ই জুন তা ৬০০ ঘর অতিক্রম করে। এখন পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২১ জন, সুস্থ হয়ে উঠছেন ২০৯ ও মোট পরিক্ষা করা হয়েছে ২০০০ জনের কাছাকাছি।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)