কেরানীগঞ্জে গলাকাটা অবস্থায় লাশ উদ্ধার

আজ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজাবাড়ি এলাকা থেকে  মকবুল হোসেন (৩২) নামে একজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।নিহত মকবুল পেশায় একজন রিকশা চালক। তার পিতার নাম কাদের মিয়া। গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজিবপুরে। বর্তমানে কেরানীগঞ্জ মডেল থানার আঁটি পাঁচদোনা এলাকায় ভাড়াবাড়ীতে থাকত।এ সময় তার রিকশাটি ও খোয়া যায়।

নিহতের খালাতো ভাই শহিদুল ইসলাম জানান, গত ২৭ জুন শনিবার বিকালে রিকশা চালাতে গিয়ে সে আর বাসায় ফিরেনি। পরে খোঁজখুঁজি করে আজ সকালে জানতে পারি তাকে জবাই করে হত্যা করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান বলেন, ধারণা করা হচ্ছে রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)